বিজনেস সামিটে সৌদি আরবের ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে, যার নেতৃত্বে থাকবেন শেখ ওমর আব্দুল হাফিজ আমিরবকশ। তিন দিনের সামিটের প্রথম দিন (৬ অক্টোবর) সৌদি প্রতিনিধি দলের আগমন ও রিসিপশন ডিনার। ৭ অক্টোবর সকালে হোটেল শেরাটনে শুরু হবে।